দেওয়ানগঞ্জে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি মোঃ রামু মিয়া
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের এম এম মেমোরিয়াল ডিগ্রি কলেজে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪তম বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মুন্নাফ। ক্যাম্পের কার্যক্রমের সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক মোঃ শামীম মিয়া।
চক্ষু ক্যাম্পে মোট ৮৬ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ২০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ৪ জন রোগীকে সানি অপারেশনের জন্য জামালপুর ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ৬২ জন রোগীকে স্বল্প মূল্যে চক্ষু ড্রপ সরবরাহ করা হয়।
সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিয়মিতভাবে এমন চক্ষু ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। মানবিক এ উদ্যোগকে এলাকাবাসী আন্তরিক প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে।
Leave a Reply