দেওয়ানগঞ্জ ডিগ্রীচর পশ্চিমপাড়ার মামুনের বিয়ে হচ্ছে না পাত্রী না পাওয়ায়
জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীর চর পশ্চিমপাড়া গ্রামের যুবক মামুনের বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পাত্রী না পাওয়ায়। সাইজে ছোট ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় প্রতিবারই ভেঙে যাচ্ছে তার বিয়ের আলোচনা।
মামুন ওই গ্রামের চলিমোল্লার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মামুনকে যে পাত্রী বিয়ে করবে তার ভরণ–পোষণ নিয়ে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছে তার পরিবার। তারা জানান, “মেয়েটিকে আমরা নিজের পরিবারের সদস্য হিসেবে দেখবো। খাবার, পোশাক, চিকিৎসা—সব কিছু আমরা দেখবো।”
এদিকে নিজের আকুতি জানিয়ে মামুন বলেন, “আমার কিছু চাওয়ার নেই। যেকোনো মেয়ে হলেই হবে… যে আমাকে নিয়ে করে খাবে, আমার সঙ্গে জীবন কাটাতে রাজি থাকবে।”
এলাকার মানুষও বলছেন, শুধু প্রতিবন্ধীতার কারণে বারবার বিয়ে ভেঙে যাওয়া অত্যন্ত কষ্টের বিষয়। একটু মানবিক দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা পেলেই মামুনের জীবনেও হয়তো আলো ফি
রতে পারে।
Leave a Reply