টিআর-কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন পাররামরামপুরে
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া থেকে মাঠের ঘাট পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় এ রাস্তা সংস্কারের কাজের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম মিয়া জে.কে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ রাস্তা সংস্কারের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষক, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চলাচলে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তারা।
চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এ রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকাবাসী সরাসরি উপকৃত হবেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কাজ উদ্বোধন
করা হয় ।
Leave a Reply