1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে ডাংধরা ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন নুরুল হক নূরের ফেসবুক পোস্ট —আসিফকে ‘সংগ্রামের রাজনীতিতে’ স্বাগত মোটরসাইকেল ও টুলির মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত দেওয়ানগঞ্জে ভুল করে ইঁদুরনাশক সেবনে দুই বিয়াইয়ের মর্মান্তিক মৃত্যু দেওয়ানগঞ্জে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ৬৫৬ কোটি টাকার ঋণ নিয়েই ৬৮তম আখ মাড়াই শুরু জিল বাংলা চিনি মিলের সানন্দবাড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় জামালপুর-১ আসনের বিএনপি প্রার্থী মিল্লাত ওমরা হজ শেষে  সাক্ষাৎ করেন মোতালেব মন্ডল জামালপুর-৩ আসনে ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী লিটন মিয়া

আওয়ামী লীগের সঙ্গে আতাত করে জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ ডেকেছে- এম রশিদুজ্জামান মিল্লাত

  • প্রকাশের সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৬ পাঠিত হয়েছে

আওয়ামী লীগের সঙ্গে আতাত করে জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ ডেকেছে- এম রশিদুজ্জামান মিল্লাত

মোঃ রামু মিয়া , দেওয়ানগঞ্জ জামালপুর

জামালপুরে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, নির্বাচনের মাত্র দুই মাস বা আড়াই মাস রয়েছে। আগামী দিনে আমাদের ভোট আহরণ করতে হবে। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল অনেক সহ্য করেছে, অনেক নিপীড়নের শিকার হয়েছে। অনেক নির্যাতন সহ্য করেও অনেক ছাড় দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা বিএনপির বদনাম ছড়াচ্ছে তাদেরকেও ছাড় দিয়েছে। কিন্তু নির্বাচনে ছাড় দিতে আমরা রাজি নই, নির্বাচনে আমরা ছাড় দিব না। ইসলামিক নামের কিছু দল নিয়ে জামায়াতে ইসলামী আগামী ১১ তারিখ কেন ঢাকায় মিটিং ডেকেছেন? কারণ হলো আওয়ামী লীগের সঙ্গে আতাত করছেন। শেখ হাসিনার বিচারের দিন ধার্য হবে ১৩ নভেম্বর, আর ১১ তারিখ মিটিং ডেকেছেন, কেন? বাংলাদেশে যত হত্যা, গুম, অত্যাচার করেছে তার বিচার একমাত্র ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা। শেখ হাসিনার বিচারকে বাধা প্রদান করার জন্য ১১ তারিখে মিটিং ডাকলেন কেন? ৯৬ এ একসাথে আতাত করেছিলেন সে জন্য, নাকি এই দেশের গণতন্ত্র নসাৎ করতে চান? রবিবার (৯ নভেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নের কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গঠিত, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা ছিল আমরা জানি। তারা আবার এই দেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করুন। তা না হলে সারা বাংলাদেশের জনগণ একসঙ্গে নেমে গণতন্ত্র আদায় করে ছাড়বে। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতের ঘি দরকার আমাদের গণতন্ত্র দরকার। জামায়াতের তাহের সাহেব বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে তিনি বাঁকা আঙ্গুলে ঘি আনবেন এবং ঘি তার চাই, ঘি তার খেতেই হবে। আমরা ঘি পেতে চাইনা আমরা গণতন্ত্র পেতে চাই। প্রত্যেকটা মানুষের সম্মান থাকবে, প্রত্যেকটা মানুষ এই দেশের মালিক, তার মালিকানা ফিরে পেতে হবে। তার ভোটের অধিকার ফিরে পেতে হবে, নিজের ভোট নিজে সিল দিয়ে আদায় করতে হবে। দিনের ভোট রাতে দিবেন এই দিন আর নাই, ইঞ্জিনিয়ারিং করবেন জনগণ তা করতে দিবে না।
রবিবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি এই জনসভার আয়োজন করে। জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমানের সভাপতিত্বে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট