জামালপুরে ছেলে-ভাতিজার বিরুদ্ধে অসহায় বাবার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বাবা। রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার তারাটিয়া বাজারে এই সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকার বাহাস পাড়া গ্রামের ভুক্তভোগী হাসমত আলী ।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে হাসমত আলী বলেন, “প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিন মাস আগে পাশ্ববর্তী এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে নাছিমা আক্তারকে (৩৫) দ্বিতীয় বিয়ে করি। এই বিয়ের পর থেকেই আমার প্রথম স্ত্রী আরিফা বেগম ও বড় ছেলে আরিফুল ইসলাম আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।”
তিনি আরও জানান, “দুই মাস আগে আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে গেলে আমার ছেলে আরিফুল,আতিক ও ভাতিজা ফজলুল মিয়া আমার ওপর হামলা চালায়। তারা আমাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আমি টানা সাত দিন চিকিৎসাধীন ছিলাম।”
হাসমত আলীর অভিযোগ, ঘটনার পর তিনি নিজের নিরাপত্তার জন্য থানায় মামলা করেন। কিন্তু এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। “আমার ছেলে আরিফুল জামিনে বের হয়ে এসে আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে,” বলেন তিনি। “ওরা আমার বাড়িঘর, দোকান ও সম্পত্তি দখল করে নিয়েছে। আমি এখন নিজের ঘরেও ঢুকতে পারি না। গত দুই মাস ধরে ফুফুর বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”
তিনি অভিযোগ করেন, “আমি বাড়িতে যেতে চাইলে ছেলে ও ভাতিজা দু’জনেই আমাকে হত্যার হুমকি দেয়, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়।”
অসহায় এই বৃদ্ধ বাবা প্রশাসনের কাছে নিজের ও স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে অনুরোধ জানান। পাশাপাশি তিনি ছেলে ও ভাতিজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে হাসমত আলীর দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার উপস্থিত ছিলেন।
Leave a Reply