দেওয়ানগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিনিধি : দেওয়ানগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকাল ২টায় ইউনিয়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জনাব মঞ্জু হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলাউদ্দিন আল মামুন।
সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ ললু মন্ডল। প্রধান বক্তা ছিলেন দেওয়ানগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জনাব মোঃ দেওয়ান আলতাফ, বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব জনাব মোঃ ফারুক আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সোহানোর রহমান সাইদুর এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম পল্টন
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব দলের সহ সভাপতি আরিফ সহ যুব দল ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন
বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের প্রেরণার উৎস।”
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় এ আয়োজন।
Leave a Reply