দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে ট্রাক মার্কায় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক | জামালপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে রফিকুল ইসলাম বলেন,
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে নির্বাচন করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। জনগণই আমার শক্তি, তাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন এবং এলাকার বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন।
স্থানীয় রাজনৈতিক মহলে রফিকুল ইসলামের এই মনোনয়ন ফরম সংগ্রহকে আসন্ন নির্বাচনে নতুন উদ্দীপনা হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply