দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ঘর পুড়ে ছাই
মোঃ রামু মিয়া জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ার চর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সহুজা বেগম, মো. জাকিরুল ও হেলাল—এই তিন পরিবারের ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত হয়েছে রান্নাঘরের চুলা থেকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের তিনটি ঘরে, ফলে কেউ কিছুই রক্ষা করতে পারেননি।
অগ্নিকাণ্ডে সহুজা বেগমের ছয়টি মুরগি, একটি ছাগল ও পাঁচটি হাঁস পুড়ে মারা যায়। প্রতিটি পরিবারের খাট, আসবাবপত্রসহ প্রায় সব কিছুই ভস্মীভূত হয়েছে।
সহুজা বেগম জানান, তিনি স্বামীহারা ও অত্যন্ত দরিদ্র। দিন এনে দিন খেয়ে কোনোমতে সংসার চলছিল। আগুনে ঘরবাড়ি হারিয়ে এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। অন্যদিকে হেলাল ঢাকায় চাকরি করেন, কষ্ট করে বানানো একমাত্র চৌচালা ঘরটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসীরা জানান, তিনটি পরিবারই খুব গরিব ও অসহায়। তাদের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা কামনা করেছেন, যাতে তারা পুনরায় ঘর তৈরি করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
Leave a Reply