দেওয়ানগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০
নিজস্ব প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর), সন্ধ্যায় উপজেলার লংকারচর গাছবাড়ি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এক ফুটবল খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণের সময় দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার খেলার দু’পক্ষের অভিভাবকদের মাঝে বিরাজ করে চরম উত্তেজনা। সন্ধ্যায় দু’পক্ষের লোকজন বাজারে অবস্থান করলে কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেন গ্রুপ ও হযরত আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৪ জন নারীসহ অন্তত ২০ জন আহত হন। হযরত আলী গ্রুপের আহতরা হলেন- আসমান আলী মধু (৭০), ময়চান আলী (৩০), নুরনবী (৪৫), সোনামিয়া (৩০), ভানু বেগম (৫০), খুশিদা বেগম (৪৩), কোকীল (৫৫) ও মিথুন (১৪)। অপরদিকে দেলোয়ার হোসেন গ্রুপের আহত ব্যক্তিরা হলেন ফারুক হোসেন (৩০), রমজান আলী (১৭), নইম মিয়া (৪০), হাসমত আলী (৫০), জিহাদ (১৭), জাহিদ হাসান (১৮), রাশেদা বেগম (৪৫), ইসমত আরা (৩৫), আমির হামজা (২৫) ও আ. আজিজ (১৬)। খবর পেয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে লংকারচরে
দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply