দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়ন যুব দলের প্রার্থী ঘোষণা করলেন জাফর সাদেক
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেছেন তরুণ নেতা জাফর সাদেক।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে তিনি তার সমর্থক ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জাফর সাদেক জানান, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের মাটি ও মানুষের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত পাররামরামপুর ইউনিয়ন যুব দলের বর্তমান কমিটি মৌখিকভাবে বাতিল ঘোষণা করেছেন। তিনি আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
জাফর সাদেক আরও বলেন,
আমি এই ইউনিয়নের যুব দলকে নতুন করে সংগঠিত করতে চাই। দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত।”
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুব দলের নেতৃবৃন্দ ও কর্মীরা। তারা নতুন নেতৃত্ব গঠনের এ উদ্যোগকে স্বাগত জানান।
Leave a Reply