সানন্দবাড়িতে এম রশিদুজ্জামান মিল্লাতের আগমন উপলক্ষে গেট নির্মাণে ব্যস্ত নেতা–কর্মীরা
নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ অঞ্চলের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সানন্দবাড়ি আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।
উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোতালেব মন্ডল তাঁর নিজ এলাকা পাররামরামপুর ইউনিয়নে দলীয় নেতার আগমন উপলক্ষে একাধিক শুভেচ্ছা গেট নির্মাণ করেছেন।
মোতালেব মন্ডল বলেন,
আমাদের প্রিয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাত আজ সানন্দবাড়িতে আসছেন—এটা আমাদের জন্য গর্বের বিষয়। তাঁর আগমন উপলক্ষে আজ হাজার হাজার মানুষ, এমনকি লক্ষাধিক জনতার সমাগম হবে বলে আমরা আশা করছি।”
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, মিল্লাতের আগমন ঘিরে সানন্দবাড়ি কলেজ মাঠসহ আশপাশের এলাকায় এখন উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে
পুরো এলাকা।
Leave a Reply