দেওয়ানগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চৌকারচর গ্রামে গত কাল ৫ই অক্টোবর ২০২৫ইং দুই সন্তানের জননী শান্তি আক্তারের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
শ্বশুরবাড়ির দাবি—তিনি আত্মহত্যা করেছেন, তবে বাপের বাড়ির লোকজনের অভিযোগ—শান্তি আক্তারকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত শান্তি আক্তার মোঃ এরশাদ মিয়ার স্ত্রী। এরশাদ (৩০) নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় গাড়িচালক হিসেবে কাজ করেন।
প্রায় আট বছর আগে দুই পরিবারের সমঝোতার ভিত্তিতে তাদের বিয়ে হয়।
তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান—বড় ছেলে মোঃ শান্ত (৫) ও ছোট ছেলে মোঃ শুভ (১.৫ বছর)।
এরশাদের বড় ভাই আশরাফ আলীর দাবি, শান্তি আক্তার ভোরবেলায় ঘরের ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন।
তিনি বলেন, “আমি সকালে দেখি শান্তি গলায় ফাঁস দিয়েছে, পরে রশি কেটে বিছানায় শুইয়ে রাখি।”
অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, তাদের সামি স্ত্রীর মাঝে কুন্ডল থাকায় তাকে হত্যা করা হয়েছে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা।
তাদের অভিযোগ—শান্তি আক্তারকে মেরে পরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। জানা যায় শান্তি আক্তার তার সামি এরশাদ এর সাথে রাত ১:৩০ মিনিটে দীর্ঘক্ষণ কথা হয়
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন—
“লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের পর প্র
কৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply