মাদারগঞ্জে যুব অধিকার পরিষদ উপজেলা শাখার কমিটি ঘোষণা
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় যুব অধিকার পরিষদ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
লিটন মিয়া ও রামু মিয়ার সাক্ষরে এ সময় ৫৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম (সাগর) সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মিয়া
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ হামিদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ লিটন মিয়া, প্রধান আলোচক ছিলেন মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া এবং উদ্বোধক ছিলেন জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রামু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল মন্ডল।
সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সংগঠিত করে অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত করতে এ কমিটি কার্যকর
ভূমিকা রাখবে।
Leave a Reply