দেওয়ানগঞ্জে ভুয়া এনজিওর প্রতারণার ফাঁদে এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধি দেওয়ানগঞ্জ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়ায় ভুয়া এনজিওর প্রতারণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে গ্রাহক তৈরি করা এবং চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।”
“স্থানীয়রা জানায়, প্রতারণার মূল হোতা গাইবান্ধার মুগলাপাড়া কাঠবাড়ি এলাকার মোঃ ফজলুল হক, পিতা মৃত লুৎফর রহমান। তিনি নিজেকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আওতাধীন এনজিওর প্রতিনিধি পরিচয় দিয়ে এলাকায় কার্যক্রম চালাচ্ছিলেন।”
“প্রায় দুই মাস ধরে তারা স্থানীয় কিছু নারীকে চাকরির আশ্বাস দিয়ে কাজে লাগায় এবং গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে গরু-ছাগল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সন্দেহ তৈরি হয়
“এলাকাবাসী বিষয়টি সাংবাদিকদের জানালে পরে রাজনৈতিক কিছু ব্যক্তি তাদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদে হাজির করে। সেখানে প্রতিষ্ঠানটির লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেখতে চাইলে ফজলুল হক তা প্রদর্শন করতে ব্যর্থ হন।”
“বর্তমানে এনজিওর প্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক মহল সকলেই সহযোগিতার মাধ্যমে তাকে হেফাজতে রাখা হয়েছে ভুক্তভোগীদের দাবি—এভাবে প্রতারণার ফাঁদে ফেলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
‘আমরা বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, তারা গরু-ছাগল দিবে বলেছিলো। কিন্তু কিছুই দেয় নাই। এখন বুঝতেছি আমরা প্রতারিত হইছি।’
“এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বিভিন্ন নামে-বেনামে এনজিও এসে এভাবে প্রতারণা করেছে। তাই তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন।”
সর্বোপরি তাকে ১লা অক্টোবর সন্ধ্যার দিকে পুলিশ গ্রেফতার
করে নিয়ে যায় ।
Leave a Reply