মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ট্রাক মার্কার মনোনয়নপত্র সংগ্রহ করলেন লিটন মিয়া
নিজস্ব প্রতিনিধি জামালপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় প্রতীক ট্রাক মার্কা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ লিটন মিয়া।
গতকাল (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাত আটটার দিকে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সাথে আলাপকালে লিটন মিয়া বলেন, “মেলান্দহ-মাদারগঞ্জবাসীর দীর্ঘদিনের পড়ে থাকা উন্নয়নমূলক কাজগুলো আমি বাস্তবায়ন করতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি গরিব-অসহায় মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও বিশ্বাসই হবে তার শক্তি। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে মেলান্দহ-মাদারগঞ্জের প্রতিটি ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মোঃ লিটন মিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন। তার প্রার্থীতা ঘিরে ইতিমধ্যেই স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম হয়েছে। এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উপস্থিত নেতাকর্মীরা জানান, লিটন মিয়া সব সময়ই সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার প্রার্থিতা এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply