বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙে গেলো দেওয়ানগঞ্জে কয়েক জন যুবকের
নিজস্ব প্রতিনিধি জামালপুর
ভালো উপার্জনের স্বপ্ন নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছেন জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার কয়েকজন যুবক।
জানা গেছে, উপজেলার কারখানা পাড়া এলাকার মোহাম্মদ ইমরান বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে রিয়াজুল ইসলাম, মাসুদ রানা, আয়নাল হক ও হাফিজুর রহমানসহ কয়েকজনের কাছ থেকে মোট ৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা নেন। বিদেশ যাওয়ার জন্য প্রত্যেকের সঙ্গে ভিন্ন ভিন্ন অঙ্কে চুক্তিও করা হয়েছিল।
কিন্তু দীর্ঘ প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো বিদেশের ভিসা কিংবা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারেনি ইমরান। অভিযোগকারীদের পরিবার জানায়, ইমরান নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে। এই বিষয়ে কথা বলতে গেলে বিভিন্ন ভাবেহুমকির শিকার হন তারা । একপর্যায়ে প্রতারিত হয়ে রিয়াজুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় রইস উদ্দিন তালুকদার জামিনদার হলেও এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার তাদের টাকা ফেরত পাননি।
বিদেশে গিয়ে পরিবারের হাল ধরার স্বপ্ন নিয়ে টাকা জমিয়েছিলেন ভুক্তভোগীরা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে প্রতারণার ফাঁদে পড়ে। এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
Leave a Reply