দেওয়ানগঞ্জে জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ রামু মিয়া, নিজস্ব প্রতিনিধি।
জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার মাঠ থেকে একটি মিছিল বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ মডেল থানার সম্মুখে এসে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি কাজী আতিকুর রহমান, সহ- সেক্রেটারি হাজী ইসমাইল হোসেন,শহিদুল ইসলাম প্রমুখ । পথ সভা বক্তারা পি আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবির কথা তুলে ধরেন।
Leave a Reply