দেওয়ানগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ যুবক আটক
মোঃ রামু মিয়া, দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ মো. কুহুল উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃত কুহুল উদ্দিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী খেয়ারচর গ্রামের নুরুজ্জামানের ছেলে। এ সময় নাম্বারবিহীন যাত্রীবাহী একটি সিএনজি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের মাখনের চর এলাকায় সিএনজিটি তল্লাশি করা হয়। এসময় কুহুল উদ্দিনকে শর্টপ্যান্টে লুকানো অবস্থায় ৭০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply