মাদারগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মোঃ রামু মিয়া
ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৫ম বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করল বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এ উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
রবিউল মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা
জাকিরুল ইসলাম জাকির, সাবেক সভাপতি, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ
মহিদুল ইসলাম সাগর, সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর ছাত্র অধিকার পরিষদ
মোঃ সেলিম চৌধুরী, সদস্য সচিব, মাদারগঞ্জ ছাত্র অধিকার পরিষদ
মোঃ সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক, মাদারগঞ্জ গণ অধিকার পরিষদ
মোঃ শহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জামালপুর জেলা গণ অধিকার পরিষদ
এছাড়াও মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় রবিউল মন্ডল বলে নূর ভাইকে পরিকল্পিতভাবে যেভাবে মারা হয়েছে গত ১৬ বছরেও এইরকম আঘাত পায়নি । তবে দ্রুত সুস্থতা ও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ যুব সমাজকে অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ
থাকার আহ্বান জানান।
Leave a Reply