পারিবারিক শত্রুতার জেরে দুই ছেলের হামলায় বাবা ও ফুফু রক্তাক্ত
নিজস্ব প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে নিমাইমারি গ্রামে পারিবারিক কলহের জেরে দুই ছেলের হামলায় বাবা ও ফুফু গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২৭শে আগস্ট বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে। জানা যায়, ডাংধরা ইউনিয়নের বাসিন্দা হাসমত আলী (৬০)-এর দুই ছেলে আরিফ (২৩) ও আতিক (১৮) নিজেদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তাদের বাবা হাসমত আলী ও ফুফু মোছাঃ জুলেখাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে হাসমত আলী ও জুলেখার মাথা ফেটে যায় এবং নখ ভেঙে যায় সেই সাথে মারাত্মকভাবে আহত হন তারা ।
চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত হাসমত আলী অভিযোগ করে বলেন, “রাতের অন্ধকারে আমার দুই ছেলে রড ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে এবং আমার বোনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে।”
এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত আরিফের কাছে জানতে চাইলে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনায় পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো
বক্তব্য দেয়নি।
Leave a Reply