গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে হামলা, অভিযোগ জাপা ও আ.লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের একটি শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ উঠেছে জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অভিযোগ করেন, “গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পিছন দিক থেকে জাপা ও লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। যারা আজ জাপার বিষয়ে নীরব আছেন, সামনে পরিস্থিতি টের পাবেন, অপেক্ষা করুন।”
নুরুল হক নুরের এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচিকে দমন করার জন্য ধারাবাহিকভাবে ষড়যন্ত্রমূলক হামলা চালানো হচ্ছে।
Leave a Reply