বকশীগঞ্জে অসুস্থ গরু জবাই ও বিক্রি করায় কসাইকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসুস্থ গরু জবাই করে বাজারে বিক্রির অপরাধে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর সকাল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শহুরউদ্দিন নামের এক কসাই অসুস্থ গরু জবাই করে বাজারে বিক্রি করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থলেই তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। তিনি বলেন, “অসুস্থ ও অনুপযুক্ত পশুর মাংস বিক্রি মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় বাজার কমিটি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply