জামালপুর যুব অধিকার পরিষদের নতুন কমিটি
নিজস্ব প্রতিনিধি: জামালপুর জেলা
গত কাল ১২ মার্চ ২৫ কেন্দ্রীয় সংসদ এর সভাপতি মঞ্জুর মুর্শেদ ও নাদিম হাসান এর সাক্ষরে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত সাংগঠনিক ৪৭ বিশিষ্ট আংশিক কমিটি এক বছরের জন্য প্রকাশ হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মো: লিটন মিয়া সাধারণ সম্পাদক মোঃ রামু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোনায়েম আকন্দ । নবীন এই কমিটির সাধারণ সম্পাদক রামু মিয়া বলে এই নতুন কমিটির মাধ্যমে জেলা যুব শক্তিশালী একটি ইউনিট হয়ে যাবে যাতে করে থাকবে না কোনো বিভেদ এইখানে ছাত্র যুব গণ সবাই মিলে এক সাথে সুন্দর ভাবে দেশ গঠনের জন্য কাজ করবে এই যুব অধিকার পরিষদ । অন্যদিকে এই নতুন কমিটি হওয়ার পর থেকে জেলার প্রতিটি উপজেলাতে নতুন এই কমিটির মাঝে আনন্দ খুঁজে পাচ্ছে নেতা কর্মীরা ।
নবীন কমিটির সভাপতি বলে আমাদের সংগঠন লড়াই সংগ্রাম করে রাজপথ থেকে উঠে আসা সংগঠন এই সংগঠন কখনও পিছে দেখবে না সব সময় সামনের দিকে বেগবান হয় ।
Leave a Reply