দেওয়ানগঞ্জে ডাংধরা ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জিঞ্জিরাম নদী দ্বারা বিচ্ছিন্ন পাথারের চর বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে পাথারের চর, কবিরপুর, চেংটিমারী ও দক্ষিণ গোয়ালকান্দা গ্রামে বিএনপির কোনো দলীয় অফিস না থাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ নতুন কার্যালয় স্থাপনের উদ্যোগ নেন।
ডাংধরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর -১ দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনের প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী প্রচারণা আরও বেগবান ও গতিশীল করা।
অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য রিপন মির্জার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজিবপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য আমিন মোল্লা, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি হযরত আলী, গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন এ কার্যালয়ের মাধ্যমে দুর্গম চরাঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
Leave a Reply