নুরুল হক নূরের ফেসবুক পোস্ট —আসিফকে ‘সংগ্রামের রাজনীতিতে’ স্বাগত
নিজস্ব প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফের রাজনৈতিক যাত্রা নিয়ে বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
পোস্টে নূর উল্লেখ করেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়; ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।”
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে আসিফ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি। নূরের ধারণা—তিনি শীঘ্রই নিজের সিদ্ধান্ত নেবেন।
নূর আরও বলেন, দায়িত্বে থাকলে মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠা স্বাভাবিক। বয়সের অনভিজ্ঞতা বা ম্যাচিউরিটির অভাবে আসিফেরও কিছু ভুল থাকতে পারে। তবে সংগ্রামের অবদানের সামনে সেই ভুলগুলো তুচ্ছ বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসের শেষে আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানান গণঅধিকার পরিষদের সভাপতি।
নূরের এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আসিফের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, নির্বাচনী পরিকল্পনা ও দলগত সিদ্ধান্ত নিয়ে নতুন জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
Leave a Reply