মোটরসাইকেল ও টুলির মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত
জামালপুর প্রতিনিধি
ঢাকা টু রৌমারী মহাসড়কে জামালপুর দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ারচর এলাকায় আজ বিকেলে ঘটলো এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি মোটরসাইকেল রৌমারীর দিকে যাচ্ছিল। বেলুয়ারচর কাজীবাড়ির সামনে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি টুলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে দেখেন—দুমড়ে-মুচড়ে পড়ে আছে মোটরসাইকেলটি, আর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছেন দুই যাত্রী। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় টুলির চালক। তবে স্থানীয়রা ধাওয়া করে টুলির হেলপারকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণহীন গতিতে চলছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে যায়—জীবন, পরিবার আর স্বপ্ন থেমে যায় এক প্রচণ্ড আঘাতে।
আহতদের একজন হামিদুর রহমান, রৌমারীর তুরা স্থলবন্দর এলাকার বাসিন্দা। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, সড়কে অতিরিক্ত গতি, অসচেতনতা এবং নিয়ম না মানার প্রবণতা বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা
আরও বাড়বে।
Leave a Reply