সানন্দবাড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সানন্দবাড়ি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সাথে চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সানন্দবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় এবং প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম মাস্টার।
এ সময় আরও বক্তব্য দেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান, মো. আরজান আলী, মো. শফিকুল ইসলাম, মো. শহিদুর রহমান, মো. বাবুল আক্তার, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল হাশেম মাস্টার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। সত্য প্রকাশের পথে যেকোনো বাধা-বিপত্তিতে ইউনিয়ন বিএনপি সাংবাদিকদের পাশে থাকবে।” তিনি প্রেসক্লাবের উন্নয়নেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
মো. নজরুল ইসলাম (দৈনিক বাংলা), মো. রশিদুল আলম (আজকের জামালপুর), মো. রিয়াদ হাসান (দেশটিভি), মো. ফরহাদ রেজা (দৈনিক আলোকিত প্রতিদিন), মো. হারুন অর রশীদ (দশানী২৪), মো. ফরিদুল ইসলাম (গণকন্ঠ), আনোয়ার হোসেন রুবেল (রুদ্রবাংলা), মো. ফয়জুর রহমান (মানবজমিন), মো. জিয়াউর রহমান (প্রতিদিনের চিঠি), মো. রামু মিয়া (দৈনিক স্বাধীন সময়) ও এডমিন Doyel TV দোয়েল টিভি ।
Leave a Reply