জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী মিল্লাতকে সমর্থনে কোনাবাড়ি ব্যবসায়ীদের নির্বাচনী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জান মিল্লাতের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কোনাবাড়িতে ব্যবসা করা এই এলাকার ভোটাররা। তাদের নিজস্ব উদ্যোগে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের ভোটার হলেও জীবিকার তাগিদে কোনাবাড়িতে ব্যবসা করেন বহু মানুষ। প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে সেসব ব্যবসায়ী নিজস্ব অর্থায়নে লিফলেট, পোস্টার তৈরি করেন এবং সেগুলো বিতরণের উদ্দেশ্যে আজকের এই বিশেষ প্রচারণার উদ্যোগ নেন।
রবিবার সকাল থেকে তারা দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সারিবদ্ধভাবে বাড়ি–বাড়ি, বাজার–পাড়া ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করেন এবং এম রশিদুজ্জান মিল্লাতকে ভোট প্রার্থনা করেন। এসময় স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রচারণার অংশ হিসেবে দুপুরের পর শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বিশাল শোডাউন বের করা হয়। ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রচারণায় অংশ নেন নেতাকর্মী ও সমর্থকরা। তাদের স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উপজেলা বিএনপির নেতারা জানান, শহরে ব্যবসা বা অন্যত্র কর্মস্থল থাকলেও এই এলাকার ভোটাররা সবসময় মাতৃভূমি ও এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন। কোনাবাড়ির ব্যবসায়ীদের এই উদ্যোগ নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা নিয়ে এসেছে।
সকাল থেকে শুরু হওয়া এই প্রচারণা বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
Leave a Reply