জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উদযাপন
জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হ্যাব), জামালপুর জেলা শাখা।
শনিবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা হ্যাবের আহবায়ক আহসান হাবীব জেলানী জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উপ-পরিচালক ডাঃ সৈয়দ আবু আহাম্মদ শাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সিভিল সার্জন মোঃ আজিজুল হক।
এ সময় দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জেলা হ্যাব’র সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply