জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
নিজস্ব প্রতিনিধি জামালপুর
জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় একটি আনন্দ ভ্রমণের বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
আটক দম্পতি হলেন—জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া এলাকার আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম।
শুক্রবার বিকেলে জামালপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ জানান, গত ১৮ অক্টোবর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যায়। ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই বাসে মাদক বহন করা হচ্ছে।
পরে সদর থানার ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাসটি থামায়। তল্লাশিতে দম্পতির কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক দম্পতির বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন,
“এই চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”
Leave a Reply