বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আসন্ন কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন সোহেল রানা সোহান
নিজস্ব প্রতিবেদক : জালালপুর
আসন্ন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সানন্দবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র ও সংগঠনের নিবেদিতপ্রাণ নেতা সোহেল রানা সোহান।
সোহান বর্তমানে গণঅধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা বিভাগের অধীনে কেন্দ্রীয় মিডিয়া সেলের একজন সক্রিয় সদস্য। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া সদ্য বিলুপ্ত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৮ সালের ছাত্র আন্দোলনের পর রাজনৈতিকভাবে যুক্ত হন ছাত্র অধিকার পরিষদের সঙ্গে। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, সংগ্রাম ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
সোহান বলেন, “ছাত্র অধিকার পরিষদ আমার আত্মার সংগঠন। আমি সংগঠনকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে চাই। সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ পেলে জেলা পর্যায়ে ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তুলবো।”
স্বৈরাচারী সরকারের সময় তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক হামলার শিকার হলেও আদর্শ ও সংগঠনের পতাকা থেকে কখনও সরে যাননি।
জামালপুর জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং আন্দোলনমুখী নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যেই জেলা রাজনীতিতে অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছেন।
সোহেল রানা সোহান আশা প্রকাশ করেছেন—
সাংগঠনিক সম্পাদক পদে তিনি নির্বাচিত হলে ছাত্র অধিকার পরিষদকে জামালপুরে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করবেন।
Leave a Reply