নিজস্ব প্রতিনিধি জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
১৭ আগস্ট (রবিবার) সকালের দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ৩৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে একই এলাকার দুলাল শেখ ও বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে উভয়পক্ষ বিরোধপূর্ণ জমির দখলে আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে দুলাল শেখ(৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।
প্রথমে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে রেফার করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত দুলাল শেখ উপজেলার ভাটি কলকিহারা গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে।
সংঘর্ষে সেকেন্দার শেখের অপরপুত্র নূরচান মিয়া, হেলাল উদ্দিন, ও কামাল হোসেন আহত হয়েছেন। অপর পক্ষের বিল্লাল হোসেন, নঈম উদ্দিন ও বিজয়সহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার পর বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।
Leave a Reply