জামালপুরে প্রেমিককে বিয়ের দাবিতে তরুণীর আর্তনাদ, প্রেমিকের মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মন্ডল মোড় এলাকায় প্রেমিককে বিয়ের দাবিতে এক তরুণীর আর্তনাদের ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, প্রেমিকের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে প্রেমিকের মা তাকে মারধর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে একই তরুণী ওই প্রেমিকের জন্য আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। সে ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
ঘটনার পর এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে সরিষাবাড়ি থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সরিষাবাড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply