তিন দিনব্যাপী জামালপুর সদর উপজেলার কৃষি মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সমাপনী দিন
সালাউদ্দিন আহম্মেদ মিঠু (জামালপুর)
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরে কৃষি মেলা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর।
কৃষি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর
জাকিয়া সুলতানা।
কৃষি মেলার আলোচনা সভার সভাপতিত্বে করেন, জামালপুর সদর উপজেলার কৃষি অফিস,মোঃ এমদাদুল হক। কৃষি মেলার সঞ্চালনায় ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা,মোঃ ছারোয়ার পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা,পিকন কুমারশাহা,অতিরিক্ত উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দিলরুবা ইয়াছমিন,অতিরিক্ত উপপরিচালক শস্য,এল এম রেজওয়ান,অতিরিক্ত উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,জেসমিন জাহান,অতিরিক্ত কৃষি অফিসার
দিলরুবা আক্তার,প্রমুখ।
এ সময় আরো,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা বিভিন্ন নার্সারী মালিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply