মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত চরআমখাওয়ায়
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ (জামালপুর) | ২৬ জুলাই ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়নে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবারে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জিয়াউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল হাসেম মাস্টার এবং সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব দেবাশীষ।
সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী মারাত্মক ব্যাধি। যুবসমাজকে রক্ষায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জনসচেতনতা, পারিবারিক নজরদারি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
আয়োজনে ছিল ২ নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থি
ত ছিলেন।
Leave a Reply