জামালপুরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি।
“খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যােগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হিদায়াতুল্লাহ রাহমানীর সঞ্চালনায় প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফতে মজলিস ময়মনসিংহ জেলার পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদুল আলম, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আলী আকবর, মাওলানা মাউদ হুসাইন, মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মুখলেছুর রহমান জমিরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার এটাই প্রথম প্রশিক্ষণ সভা বলে জানান সংগঠনের কর্তৃপক্ষ।
প্রশিক্ষণ সভায় খেলাফত মজলিস জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply