ডিগ্রিরচরের প্রেমিক যুগল ধরা পড়ার পর থানায়, ছেলের অনীহা বিয়েতে, মেয়েপক্ষের আগ্রহ
জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একটি প্রেমঘটিত ঘটনার নাটকীয় পরিণতি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মো: ফরমান (বাবা: আজম), পাথরেরচর সফরতলি এলাকার বাসিন্দা এবং মোছা: মুক্তাররানি (বাবা: মুনতাজ), ডিগ্রিরচর পশ্চিম পাড়ার মেয়ে—তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।
গতকাল মঙ্গলবার (০৯ জুলাই ২০২৫) তাদের সম্পর্ক এলাকায় জানাজানি হলে স্থানীয় জনগণের হাতে প্রেমিক যুগলটি ধরা পড়ে। পরবর্তীতে স্থানীয় সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং সেদিন রাতেই তাদের দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করে।
এ বিষয়ে জানা গেছে, মেয়ের পরিবার তাদের মেয়েকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে সম্মত হলেও ছেলে মো: ফরমান বিয়েতে আগ্রহ প্রকাশ করেননি। এতে করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা এবং দোটানা সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পড়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় দু-পক্ষের সম্মিলিতভাবে তাদের বিয়ে সম্প
ন্ন হয় ।
Leave a Reply