1. news@doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online : www.doyeltvnews.online www.doyeltvnews.online
  2. admin@doyeltvnews.online : দোয়েল টিভি নিউজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ে না করে দেওয়ায় বিষপান করে কিশোরের আত্মহত্যা তিন দিনব্যাপী জামালপুর সদর উপজেলার কৃষি মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সমাপনী দিন বকশীগঞ্জে পাটখেতে সন্ত্রাসী হামলা, কৃষকের ক্ষতির মুখে মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে চরআমখাওয়ায় জামালপুরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত  রৌমারীতে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত, আহত অন্তত ১০ জামালপুরে ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ জামালপুরে শহীদ সাফওয়ান আখতার সদ্যের কবর জিয়ারত ডিগ্রিরচরের প্রেমিক যুগল ধরা পড়ার পর থানায়, ছেলের অনীহা বিয়েতে, মেয়েপক্ষের আগ্রহ দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর — শোকের ছায়া গোটা গ্রামে

দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর — শোকের ছায়া গোটা গ্রামে

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৬ পাঠিত হয়েছে

­দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর — শোকের ছায়া গোটা গ্রামে

 

নিজস্ব প্রতিনিধি: দেওয়ানগঞ্জ

 

জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিভে গেল একটি নিষ্পাপ শিশুর প্রাণ। মাত্র সাত বছরের কোমলমতি শিক্ষার্থী হাবিবা আক্তার একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সোমবার (৮ জুলাই) বিকেলে ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকার পাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাবিবা সরকার পাড়া গ্রামের হামিদুল হকের কন্যা এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। ছোট্ট এই শিশুটি তার মা’র সঙ্গে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল মাঠে। খোলা মাঠে পরিশ্রম শেষে ঘাস কাঁধে নিয়ে বাড়ি ফিরছিল হাবিবার মা সাথেই ছিল হাবিবা। ঠিক সেই সময়ই জীবনের নিষ্ঠুর পরিণতি তার অপেক্ষায় ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে হাবিবাকে চাপা দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুটি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা।

 

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালককে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো গ্রামের হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনো মায়ের কোল খালি না করে—এমনটাই কামনা এলাকাবাসীর।

 

প্রসঙ্গ:

এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ ও শিশুদের সুরক্ষায় প্রশাসন ও স্থানীয়দের আরও সচেতন হওয়া জরু

রি হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© দোয়েল টিভি নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট