জামালপুরে পারিবারিক জমি বিরোধে চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ১
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামে পারিবারিক জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন মঞ্জু মিয়া নামের এক ব্যক্তি।
ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত ১০ টার দিকে বেলুয়ার চর মোড় এলাকায়। মঞ্জু মিয়া বলেন, মেয়ের বাড়িতে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হলেন—রেজাত, রাজু, সাজু, নিন্দু ও কাসিম। তারা সবাই মঞ্জু মিয়ার ভাতিজা এবং একই এলাকায় বসবাস করে।
আহত মঞ্জু মিয়া জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আমাকে বেলুয়ার চর মোড়ে আটকিয়ে এলোপাতাড়ি মারধর করে। তারা আমাকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে আগেও উত্তেজনা ছিল। তবে এমন হামলা এবারই প্রথম ঘটল। ও
ওই ওয়ার্ড এর মেম্বার বলেন ঘটনা টা নিন্দনীয় ও সঠিক বিচার দাবি করেন
এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয় নী ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply