জামালপুর-৩ আসনে নতুন প্রজন্মের প্রথম ভোট ট্রাক মার্কায় চায় – প্রত্যাশা জনাব আরিফুল ইসলাম তুহিন
জামালপুর প্রতিনিধি: মোঃ রামু মিয়া
জাতীয় সংসদের জামালপুর-৩ (মেলান্দহ মাদারগঞ্জ) আসনে আসন্ন নির্বাচনে নতুন প্রজন্মের প্রথম ভোট ট্রাক মার্কায় পড়ুক—এই আশাবাদ ব্যক্ত করেছেন তরুণ রাজনীতিক ও সামাজিক সংগঠক জনাব আরিফুল ইসলাম তুহিন সহ-সভাপতি (GOP) গণ অধিকার পরিষদ
তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের ভোট গুরুত্বপূর্ণ। এই নতুন প্রজন্ম সচেতন, দেশপ্রেমিক এবং উন্নয়নবান্ধব নেতৃত্ব চায়। তাই তারা ট্রাক মার্কাকেই আগামীদিনের উন্নয়নের প্রতীক হিসেবে বেছে নেবে।”
তিনি আরও বলেন, “ট্রাক মার্কা শুধু একটি প্রতীক নয়, এটি হলো সেবা, সততা ও সম্ভাবনার প্রতীক। আমি বিশ্বাস করি, জনগণ বিশেষ করে তরুণরা এবার উন্নয়নমুখী রাজনীতির পক্ষে রায় দেবে।”
এ সময় মেলান্দহ ও মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা এই প্রত্যাশার প্রতি সংহতি জানান।
উল্লেখ্য, আরিফুল ইসলাম তুহিন ইতোমধ্যে এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নেতৃত্বে বহু যুব উন্নয়ন, যুবসমাজের ভিতরে আস্তার আলো খুঁজে পাচ্ছে ও এলাকার গরিব দুঃখীদের পাশে সব সময় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন ।
Leave a Reply