জুলাই ঘোষণা ও বিচার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (NCP) সরিষাবাড়ি উপজেলা শাখার উদ্যোগে “জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নের জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে” এক মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির সরিষাবাড়ি উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী আনোয়ারুল কবির, ফরহাদ আলী ও রবিউল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য রফিকুল ইসলাম, খোরশেদ আলমসহ ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ সুমন মিয়া বলেন, “দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তাই দৃশ্যমান সংস্কার ও ন্যায়বিচারের পরই নির্বাচন হতে পারে।” তিনি আরও জানান, সরকারকে আসন্ন জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা দিতে
হবে।
Leave a Reply