অসহায় শিল্পী বেগমের পাশে দাঁড়ালেন ফিরোজা বাছেদ মাস্টার ফাউন্ডেশন
শরিফ মিয়া ইসলামপুর প্রতিনিধি
জামালপুর জেলা ইসলামপুর উপজেলা টংগের আলগা উত্তর পাড়া এক ছোট্ট ঝুপরী ঘরে বসবাস করেন এক অসহায় দম্পতি শিল্পী বেগম। তাছাড়া ভাঙ্গা পায়ে কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে আছেন। কিন্তু পরিচর্চার অভাবে দিন দিন আরো কষ্টকর হয়ে উঠছে তার জীবন দেখাশোনার মত পাশে কেউ নেই। এই অসহায় অবস্থার চিত্র প্রথমে উঠে আসে শরিফ প্রেস এস এফ টিভি 24 নামক চ্যানেলে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রচার হওয়ার পর এই সংবাদটি নাগরিক টেলিভিশনে পচার হয়। সংবাদ গুলো দেখে দ্রুত এগিয়ে আসে ২৬ শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ফিরোজা.বাছেদ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রুবেল পরিচালক বিজ্ঞানী তৌহিদুল ইসলাম তাপস। এই অসহায় পরিবারের জন্য চাউল. মসুরের ডাল. সাবান চিনি সেমাই সয়াবিন তৈল মুড়ি খেজুর, গুরা সাবান. স্যালাইন. সরিষা তৈল লবণ. কাঁচা বাজার সহ অসহায়. শিল্পী বেগমের বাড়িতে হাজির হন। এসময় উক্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুবেল বলেন অসহায় এই মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘব হবে এই মানবিক সহায়তা একদিনের জন্য নয় বরং ভবিষ্যতে তাদের পাশে থেকে সর্বদাই সহায়তা করবেন। আগামীতে এই অসহায় মানুষগুলোর প্রতি সুদৃষ্টি থাকবে।এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাজা ৯ নং ওয়ার্ড সভাপতি। মুস্তাফিজুর রহমান (মামুন) ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক।
Leave a Reply